নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৪৮ঙ। জাতীয় পরিষদের বিশেষ অধিকার ও দায়মুক্তি
(১) জাতীয় পরিষদে বা
জাতীয় পরিষদের কোনো কমিটিতে কোন মতামত প্রকাশ বা ভোটদানের জন্য জাতীয় পরিষদের কোনো
সদস্যের বিরুদ্ধে কোনো অফিসিয়াল বা আদালতে কার্যধারা গ্রহণ করা যাইবে না।
(২) জাতীয় পরিষদ কর্তৃক বা
জাতীয় পরিষদের কর্তৃত্বে কোন রিপোর্ট, কাগজপত্র, ভোট বা কার্যধারা প্রকাশের জন্য কোন ব্যক্তির বিরুদ্ধে কোন আদালতে কোন
কার্যধারা গ্রহণ করা যাইবে না।
(৩) জাতীয় পরিষদের মুখ্য
সদস্যদের ভোট গ্রহণ ও বিশেষ বৈঠক গোপন থাকিবে তবে
বৈঠকের সিদ্ধান্ত প্রকাশ করিতে পারিবে।
(৪) এই
অনুচ্ছেদ-সাপেক্ষে সংসদের আইন-দ্বারা জাতীয় পরিষদে, জাতীয় পরিষদের
কমিটির এবং জাতীয় পরিষদ সদস্যদের বিশেষ-অধিকার নির্ধারণ করা যাইতে পারিবে।